বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
আলো (ডিজিটাল নিউজ ডেক্সঃ)
ভারতকে রেল ট্রানজিট দেয়ার সিদ্ধান্তে দেশের কোন ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বাংলদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে গত ২৫ জুন “মঙ্গলবার” সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রীব বলেন যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা ও স্বকীয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি আমরা,
ভারতকে বাংলাদেশের ভূ-খণ্ড মধ্যে দিয়ে রেলপথ মাধ্যমে ইন্ডিয়ার নিজেদের পণ্য পরিবহনের সুবিধা দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে
দেশে বিভিন্ন অঙ্গনে যে সমালোচনা ঝড় হচ্ছে, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রশ্ন হচ্ছে, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ট্রানজিট দিলেই-বা, ক্ষতিটা কী হয় ?
আপনার ইউরোপের দিকে দেখেন, তাদের কোনও সীমান্ত নেই। তাহলে কি তারা এক দেশ অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে? তাহলে সাউথ এশিয়ায় আমরা কেন পিছিয়ে থাকবো?
আওমীলীগ সরকার, দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হয়েছে।
তিনি আরও ভারতের সঙ্গে রেলযোগাযোগ এতদিন বন্ধ ছিলো, সেগুলো আস্তে আস্তে আমরা খুলে দিয়েছি এতপ আমাদের ব্যবসা-বাণিজ্য আরও সহজ হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশের দেশের মানুষ।
দেশের মানুষ এখন তারা চিকিৎসা, লেখাপড়া, অন্যান্য কাজে যায়, মার্কেট করতে যায়।
প্রধানমন্ত্রী বলেন, এতে আমাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র তো আরও প্রশস্ত হবে।