শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
মােঃ সাইফুল্লাহ;
এইচএসসির পর ডিপ্লোমা নাই -ডিপ্লোমা কে ডিগ্রী সমমান চাই -এই দাবিতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার দুপুরে মাগুরা সদর হাসপাতালের সামনের মহাসড়কে মাগুরা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কয়েক শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা সরকারি নার্সিং ইনস্টিউটের ছাত্রী আয়েশা খাতুন ইখফা, গৌরব বিশ্বাস এবং বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আফিয়া আফরিন জুলি।বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবি সরকার মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তারিখ -০৭.০৫.২৫