বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
খুবি প্রতিনিধি- খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে শুরু হয়েছে ‘ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন উৎসব শশিমেলা-২০২৫’। ২৩ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের শিল্পাঙ্গনে শশিভূষণ পাল এক পথিকৃৎ। তাঁর শিল্পকর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। শুধু মেলা আয়োজন করলেই যথেষ্ট নয়, তাঁর শিল্পকর্ম ও জীবনবৃত্তান্ত সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ। এতে তিনি অন্যান্য খ্যাতনামা চিত্রশিল্পীদের মতো যথাযথ সম্মান ও পরিচিতি লাভ করবেন। পাশাপাশি, তিনি চারুকলা স্কুলের জন্য পৃথক ভবন নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রুত ডিপিপি প্রস্তুতের আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, শিল্পকলার মাধ্যমে অনুভূতি ও চিন্তাভাবনা প্রকাশ করা সহজ। উন্নত দেশগুলো বিজ্ঞান ও শিল্পকলাকে সমানভাবে গুরুত্ব দেয়, কারণ প্রকৃত উন্নয়নের জন্য উভয়ের সমন্বিত বিকাশ প্রয়োজন।
বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, শশিভূষণ পালের জীবন ও কর্ম সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই অবগত নয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে তাঁর শিল্পকর্ম সম্পর্কে আগ্রহ তৈরি হবে। পাশাপাশি, তিনি আশা প্রকাশ করেন যে এই মেলা চারুকলার শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান রকিব হাসান। স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকত ইসলাম। আরও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ও অ্যালামনাই প্রতিনিধি মাহবুব-ই-খুদা প্রিয়ন।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম। ভার্চুয়ালি সংযুক্ত থাকা অবস্থায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়, যা তাঁর পক্ষে গ্রহণ করেন সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। এছাড়া, ২০২৪ সালের ‘শশিভূষণ পাল ফেলোশিপ’ অর্জনকারী শিক্ষার্থী মো. সাইফুল্লাহ আবিরকে সনদপত্র প্রদান করা হয়।
শিক্ষার্থী মাইশা বিনতে হাক্কানী ও হাফসা বিনতে আজাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে চারুকলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।