রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র সীমান্তে মাইক্রোবাসে মাদক পাচারকালে চালক সহ আটক-২ জন নবীগঞ্জে সাবেক এমপি সুজাত মিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ বাংলাদেশের জাতীয় মসজিদে বিদ্যুৎ থাকবে না অথচ গণভবনে বিদ্যুৎ থাকবে এটা হতে পারে না! — শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত চাঁদাবাজির অভিযোগ শরনখোলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে এবং ওডিও,ফাঁস। চারঘাটে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ: বিএনপি নেতার নেতৃত্বে ছেঁড়া হলো তারেক-খালেদার ফেস্টুন কর্ণফুলীতে সেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে সাড়ে ৩শ’একর জমি বন্দোবস্ত দেয়ায় প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে মে দিবস পালিত

মাদক ব্যবসায়ীর হামলায় আহত কৃষক পরিবার

সংবাদদাতা / ৬০৯ বার ভিউ
সময়ঃ রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

গোদাগাড়ী প্রতিনিধি :-

গোদাগাড়ীতে দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দবির আলীর পরিবার।

উপজেলার আষারিয়াদহ এলাকার মানিকচক গ্রামের কুদ্দুস আলীর ছেলে দবির আলী পেশায় একজন কৃষক। দবির আলী স্থানীয় একটি মুদি দোকানে ৫৫০ টাকার বাকি মালামাল নেয়।টমেটো চাষে ফলন না হওয়ায় ক্ষতিগ্রস্ত হন দবির।এতে তিনি টাকা দিতে পারেননি।

দবির আলী বলেন, আমি টাকা দিতে না পারায় তারা আমার পরিবারকে মারধোর করেছে। টাকা চাওয়ার ঘটনায় মানিকচক এলাকায় কথা কাটাকাটি হলেও রেলবাজার ঘাট এলাকায় আমাদের রাস্তা রোধ করে মারধর করেছে এবং টাকা ছিনিয়ে নিয়েছে।

এতে দবির আলী মাদক ব্যাবসায়ী মোঃ জহুরুল ইসলামকে (৪২), প্রধান আসামি করে মোট ১৪ জনের নামে গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

১৭ জানুয়ারী আনুমানিক বিকাল ৫ টার সময় দিয়াড় মানিক চক থেকে রেল বাজার ঘাটে নৌকা থেকে নামার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী জহুরুল মেম্বারের হুকুমে দা, হাসুয়া, কান্তায়, লোহার রড, লাঠি সোঠা নিয়ে তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালি গালিগালাজ করে। জোর করে নৌকা থেকে নামিয়ে এলোপাথরী কিল ঘুষি মারে ও বিবাদীগণের হাতে থাকা ব্যাট, লোহার রড ও বাশ দ্বারা আঘাত করে। এতে দবির সহ আমার চার ভাই শরিফ (৩০), আরিফ (৩৩), জয়নাল (২১) কে ফোলা জখম করে।

এছাড়াও তাদের হাতে থাকা ০৩টি অ্যানন্ড্রোয়েড মোবাইলসেট ছিনতাই করে এবং বাড়ির বিম ঢালায়ের জন্য রড় সিমেন্ট ও মিস্ত্রির জন্য নগদ ২৫০০০০ (দুই লক্ষ পঞ্চশ হাজার) টাকা ০৩ নং বিবাদী সাকিব ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এসময় ডাকচিৎকারে ঘাটের ঘাইটালরা এগিয়ে আসেন এবং তাদের উদ্ধার করেন। শারীরিক অবস্থা খারাপ থাকায় নদীর ঘাটে থাকা লোকজন গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরর্তীতে বিবাদীগণ আমাদের চরের বাড়ি পুড়িয়ে দেওয়ারসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

এদিকে খোঁজ নিয়ে জানা যায় মাদক সম্রাট জহরুল মেম্বার ২০১৯ সালের ২৩শে ডিসেম্বর দবিরের বাড়ি ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে।২০২০ সনের ৫ই মে দবিরের বাবাকে তুলে নিয়ে যায় জহুরুল মেম্বার। সেখানে অতিরিক্ত মারধরের ফলে দবিরের বাবা কুদ্দুস আলী পঙ্গুত্ব বরণ করেন।এমন অত্যাচারেও মামলা করার সুযোগ পাননি তারা। ভয়ে মুখ খোলেননি কেউ। জানা যায় জহুরুল মেম্বার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত আসামি। সে গোদাগাড়ী এবং আষারিয়াদহ এলাকার মাদক সিন্ডিকেটের মূল হোতা।।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, উভয়পক্ষই অভিযোগ করেছে। আমরা তদন্তে ৩২৩ ধারার অভিযোগ পেয়েছি। বাদীপক্ষকে একটি জিডি করিয়ে আমরা আদালতে প্রশিকিউশন পাঠাবো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


সেহরিঃ ৩:৫৯
ইফতারঃ ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪