রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
সি সুলতানাঃ
বুয়েট, ঢাকা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্মচারী ইউনিয়ন আন্তর্জাতিক শ্রমিক দিবস ১ মে উপলক্ষে বার্ণ্যাট শোভাযাত্রা ও জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের গণ জমায়েত কর্মসূচিতে একাত্মতা ঘোষনা।
গত ১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্মচারী ইউনিয়ন।
বুয়েট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে সকাল ৯ টায় বার্ণ্যাট র্যলী আয়োজন করে । এসময় বর্ণ্যাট শোভাযাত্রা নানান রংয়ে সজ্জিত হয়ে বুয়েট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিভিন্ন সড়ক পদক্ষিনের পর সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নবম পে স্কেল এর দাবীতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণ জমায়েত কর্মসূচিতে অংশ গ্রহণ করে এবং কর্মসূচিতে একাত্মতা ঘোষনা করেন।
এসময় বুয়েট ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি নেতৃত্বে কর্মসূচিতে সাধারণ সম্পাদক সহ অন্যান নেত্রীবৃন্দ এবং সাধারন সদস্য-বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়নের সভাপতি বলেন, আজ আমরা জাতীয় নবম পে- স্কেল এর দাবীতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণ জমায়েত কর্মসূচি পালনে করিছি।
তিনি আরও বলেন, আপনারা জানেন সরকারি ও স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানের জন্য ২০১৫ সালে যে জাতীয় পে-স্কেল ঘোষণার করেছিল সেখানে ৮২৫০ টাকা পে-স্কেল সর্বমোট ১৫৯০০ হাজার টাকা বেতন ভাতা দিয়ে এই দূর-মূল্য বাজারে কর্মচারীদের জীবন যাপান করা কষ্টকর হয়ে পরেছে। এবং সামাজিক ও মানবিক মর্যাদায় সংসার চাালাতে অপারগ হয়ে পরেছে।
তিনি আরও বলেন আজকে এই মহান মে দিবসের কর্মসূচীতে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মচারীগণ এই সরকারের কাছে দাবি করছে যে, অবিলম্বে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ( বৈষম্য মুক্ত পে-স্কেল ঘোষণা)।
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত বৈষম্য মুক্ত পে-স্কেল ঘোষণা না হয় ততক্ষণ ৫০ % মহার্ঘ্য ভাতা এ বছর জুনের বাজেট অন্তর্ভুক্তি করার সরকারের প্রতি বিশেষ ভাবে আহবান জানাচ্ছি। যাতে পরিবার পরিজন নিয়ে সামাজিক ও মানবিক ভাবে ডাল, ভাত খেয়ে বেঁচে থাকতে পারি।
অন্যথায় সরকার এই নবম পে-স্কেল বা মাহর্ঘ ভাতা যদি না দেন তা হলে আমারা কর্মচারীরা দাবি আদায়ের লক্ষ্যে আগামীতে আরও কঠিন থেকে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।