রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
আতিকুর রহমান(আতিক),
স্টাফ রিপোর্টার :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ইসলাম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান । যার জন্মস্থান টাংগাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন।
জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ -এর ফলাফলে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতি্ দা্. ) মো: আফছার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। এর আগে ড. আব্দুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ -এ উপজেলা পর্যায়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ( কলেজ) নির্বাচিত হন।
ড. আব্দুর রহমানের এমন কৃত্বিত্বে অত্র ঐতিহ্যবাহী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় উল্লাস ও উদ্দীপনা। শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে ড. আব্দুর রহমান বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন অত্র কলেজের সকলের। যে কোনো পুরস্কার ও স্বীকৃতি কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি করে। এ স্বীকৃতি পেয়ে আমি খুব আনন্দিত। তিনি বলেন, একজন সরকারি কর্মচারি হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আমি সব সময় অঙ্গীকারাবদ্ধ । আমি আমার সর্বোচ্চ মেধা সৃজনশীলতা দিয়ে সকল শিক্ষার্থীর সুপ্ত মেধার বিকাশ ঘটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ভালো লাগছে। শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম। এমন অর্জন আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।
উল্লেখ্য, ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) সাবেক এই কৃতি শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৪ তম ব্যাচের সদস্য। বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি ২০০৫ সালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে যোগদান করেন এরপর প্রভাষক হিসেবে সান্তাহার সরকারি কলেজ, বগুড়ায় যোগদান করেন।
পদোন্নিত প্রাপ্ত হয়ে ২০১৩ সালে তিনি সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুরে সহকারি অধ্যাপক পদে যোগদান করেন। সেখানেও তিনি তার দক্ষতা ও সৃজনশীলতার ব্যাপক প্রসার ঘটিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন, যা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম স্যার এর কাছ থেকে জানা যায়। এরপর ২০১৪ সালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ কাজিপুরে সহকারি অধ্যাপক পদে যোগদান করেন। ২০২১ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় যোগদান পূর্বক বর্তমানে তিনি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ কাজিপুর সিরাজগঞ্জে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত রয়েছেন ।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা এ গুণী মানুষটি ছাত্র জীবন থেকেই (ড. আব্দুর রহমান) বিভিন্ন সাহিত্য, ক্রীড়া ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির আজীবন সদস্য ; এছাড়াও তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদ এবং বাংলাদেশ ইতিহাস একাডেমির আজীবন সদস্য সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছেন। তিনি শিক্ষা বিষয়ক বিভিন্ন পরিকল্পনা এবং উন্নয়ন নিয়ে কাজ করে থাকেন। তিনি অবসরে দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে ও বই পড়তে পছন্দ করেন ।তার এই কৃতিত্বে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ ও অভিনন্দন জানান কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস এবং উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।
গোপালপুরও ভুজ্ঞাপুরের পক্ষ হতে স্যারকে অভিনন্দন ও শুভেচ্ছা।