রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
মাইন উদ্দিন বাবলু,গুইমারা(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিকদলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকালে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিকদল সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। সকল বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শতাধিক শ্রমিক ও নেতাকর্মী অংশ নেন।